Saturday, November 15, 2025
Homeখেলাধুলাক্রিকেট৪২ বলে ১৪৪ রান! ১৪ বছর বয়সী বৈভবের রেকর্ডের ঝড়ে কাঁপল দোহা

৪২ বলে ১৪৪ রান! ১৪ বছর বয়সী বৈভবের রেকর্ডের ঝড়ে কাঁপল দোহা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপে বিধ্বংসী সেঞ্চুরিতে গড়লেন বিশ্বরেকর্ড, জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির কীর্তি এখন তার

ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের ১৪ বছর বয়সী কিশোর বৈভব সূর্যবংশী। শুক্রবার দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বলে ১৪৪ রানের এক বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার এই টর্নেডো ইনিংসে ভর করে ভারত ‘এ’ দল নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৯৭ রানের পাহাড় গড়ে।

তরুণ এই বাঁহাতি ব্যাটার রীতিমতো তাণ্ডব চালান প্রতিপক্ষের বোলারদের ওপর। তার ইনিংসে ছিল ১১টি চার এবং ১৫টি ছক্কার মার। অর্থাৎ, বাউন্ডারি থেকেই তিনি তুলে নেন ১৩৪ রান। ব্যাটিং তাণ্ডবের এক পর্যায়ে এক ওভারে মাত্র পাঁচ বল খেলেই ৩০ রান আদায় করেন তিনি।

মাত্র ১৪ বছর ২৩২ দিন বয়সে এই কীর্তি গড়ে তিনি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। একটি সাধারণ গ্রুপ পর্বের ম্যাচকে তিনি পরিণত করেন রেকর্ড গড়া এক প্রদর্শনীতে।

এর আগেও আলোচনায় এসেছিলেন বৈভব। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের তৃতীয় ম্যাচেই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করে খ্যাতি অর্জন করেন তিনি। এছাড়া গত জুলাইয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৮ বলে ১৪৩ রানের একটি ইনিংস খেলে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন এই ব্যাটিং বিস্ময়।

বৈভবের এই বিধ্বংসী ইনিংসের পর ভারত ‘এ’ দল যখন ৩০০ রানের দিকে এগোচ্ছিল, তখন ১৩তম ওভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে রানের গতি কমতে দেননি অধিনায়ক জিতেশ শর্মা। তিনি মাত্র ৩২ বলে ৮৩ রানের এক অপরাজিত ইনিংস খেলে দলকে বিশাল সংগ্রহ এনে দেন।

RELATED NEWS

Latest News