Saturday, November 15, 2025
Homeজাতীয়নারায়ণগঞ্জের মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের মেঘনায় সিমেন্টবোঝাই ট্রলারডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

সোনারগাঁওয়ের সোনাময়ী এলাকায় ফায়ার সার্ভিস ও রিভার পুলিশের যৌথ অভিযান, লাশ পরিবারের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে সিমেন্টবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন বরিশালের বান্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে রনি সরদার এবং একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ।

শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ের বাইদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং রিভার পুলিশ যৌথভাবে লাশ দুটি উদ্ধার করে।

পুলিশের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে ২ হাজার বস্তা সিমেন্ট বোঝাই করে ট্রলারটি বরিশালের উদ্দেশে রওনা হয়। নদীর মাঝখানে নোঙর করার পর ক্রু সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতে ট্রলারে ফুটো হয়ে পানি ঢুকে এটি ডুবে যায়।

খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে কাজ বন্ধ রাখতে হয়। শুক্রবার সকালে অভিযান পুনরায় শুরু হয় এবং বিকেলে দুটি লাশ উদ্ধার করা সম্ভব হয়।

বাইদ্যেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় স্থানীয় প্রশাসন এবং নৌ নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। মেঘনা নদীতে পুরনো ও অতিরিক্ত বোঝাই ট্রলারের ঝুঁকি নিয়ে আগেও সতর্কতা জারি করা হয়েছিল।

পরিবারের সদস্যরা লাশ গ্রহণের পর শোকসন্তপ্ত। স্থানীয়রা দুর্ঘটনার কারণ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

RELATED NEWS

Latest News