Saturday, November 15, 2025
Homeঅর্থ-বাণিজ্যএনএসইজেডে ডেল্টা লাইফ সায়েন্সেসকে ৩০ একর জমি হস্তান্তর করল বেজা

এনএসইজেডে ডেল্টা লাইফ সায়েন্সেসকে ৩০ একর জমি হস্তান্তর করল বেজা

চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে আনুষ্ঠানিক হ্যান্ডওভার সম্পন্ন

বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বেজা চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এনএসইজেড এ ডেল্টা লাইফ সায়েন্সেস পিএলসি কে ৩০ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।

মঙ্গলবার এনএসইজেডে অনুষ্ঠিত অনুষ্ঠানে বেজার বিনিয়োগ উন্নয়ন উইংয়ের মহাপরিচালক মো. আহসান উল্লাহ ডেল্টা লাইফ সায়েন্সেসের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাকির হোসেনের কাছে জমি হস্তান্তর করেন। বেজা ও ডেল্টা লাইফ সায়েন্সেসের মধ্যে প্রাথমিক লিজ চুক্তি হয় ১৭ সেপ্টেম্বর ২০২৫।

ডেল্টা ফার্মা লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ডেল্টা লাইফ সায়েন্সেস এনএসইজেডে আধুনিক প্রযুক্তিনির্ভর আন্তর্জাতিক মানের উৎপাদন সুবিধা গড়ে তুলবে। প্রকল্পে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে এবং সরাসরি প্রায় ৭০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

বিশেষায়িত এই ফার্মাসিউটিক্যাল উৎপাদন সুবিধা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করার পাশাপাশি বৈশ্বিক বাজারেও প্রতিযোগিতামূলক সরবরাহ নিশ্চিত করবে, যা জাতীয় অর্থনীতি ও স্বাস্থ্য খাতে ইতিবাচক অবদান রাখবে।

বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ডেল্টা লাইফ সায়েন্সেসকে অভিনন্দন জানিয়ে বলেন, এনএসইজেড বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে। ফার্মাসিউটিক্যাল খাতে এই বিনিয়োগ পণ্য বৈচিত্র্য বাড়াবে এবং কর্মসংস্থান, রপ্তানি ও স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেল্টা লাইফ সায়েন্সেসের এমডি ড. মো. জাকির হোসেন বলেন, এনএসইজেডের আধুনিক উৎপাদন কাঠামোর সুবিধা নিয়ে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক পণ্য সরবরাহ করা সম্ভব হবে। তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে অরাল সলিড ও অনকোলজি ওষুধের উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনএসইজেড দেশের সর্ববৃহৎ পরিকল্পিত শিল্পাঞ্চল, যা উপকূলরেখা বরাবর প্রায় ২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত এবং শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি নগর সুবিধার সমন্বয়ে নকশা করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১৭টি শিল্প ইউনিট কার্যক্রম চালু করেছে এবং আরও প্রায় ২৮টি ইউনিট নির্মাণাধীন।

RELATED NEWS

Latest News