Friday, November 14, 2025
Homeজাতীয়ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেলেন মো. আবদুস সালাম বেপারী

ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেলেন মো. আবদুস সালাম বেপারী

মঙ্গলবার প্রজ্ঞাপন জারি। ১১ নভেম্বর বা যোগদানের দিন থেকে তিন বছরের মেয়াদ

ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুস সালাম বেপারীকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আবদুস সালাম বেপারী ১১ নভেম্বর থেকে বা তাঁর অফিসে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ৩০ অক্টোবর প্রতিষ্ঠানটির পূর্ববর্তী এমডি মো. শাহজানা মিয়াকে পদ থেকে প্রত্যাহার করা হয়। তিনি তখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বেও ছিলেন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করে।

রাজধানীতে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন সেবা প্রদানকারী সংস্থা হিসেবে ঢাকা ওয়াসার কার্যক্রমে ধারাবাহিকতা ও সেবা মান উন্নয়নে নতুন এমডির অধীনে অগ্রাধিকারগুলো নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

RELATED NEWS

Latest News