Friday, November 14, 2025
Homeখেলাধুলাক্রিকেট২০১৮ এশিয়া কাপ বোনাস নিয়ে গুঞ্জন অস্বীকার করলেন ফারজানা হক পিঙ্কি

২০১৮ এশিয়া কাপ বোনাস নিয়ে গুঞ্জন অস্বীকার করলেন ফারজানা হক পিঙ্কি

‘আমি এমন কোনো বক্তব্য দিইনি’—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দাবি নাকচ করলেন বাংলাদেশ নারী দলের ব্যাটার

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ব্যাটার ফারজানা হক পিঙ্কি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অস্বীকার করেছেন, যেখানে বলা হয়েছিল ২০১৮ সালের নারী এশিয়া কাপ জয়ের পর তিনি প্রতিশ্রুত ১০ লাখ টাকার পরিবর্তে মাত্র ২ বা ৩ লাখ টাকা বোনাস পেয়েছিলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় সাবেক বিসিবি কর্মকর্তা নাজমুল আবেদীন ফাহিম খেলোয়াড়দের বোনাসের অংশ আটকে রেখেছিলেন। একই সঙ্গে পিঙ্কির নামে উদ্ধৃত একটি বক্তব্যও ছড়ায় যে, তিনি পুরো বোনাস পাননি।

এক সাবেক নারী ক্রিকেটারও এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, ফাহিম তাদের পূর্ণ বোনাস দেননি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে দৈনিক সান-এর সঙ্গে কথা বলার সময় ফারজানা হক পিঙ্কি স্পষ্টভাবে বলেন, “আমি এমন কোনো বক্তব্য কোথাও দিইনি।”

তিনি আরও জানান, তার নামে ছড়ানো এই বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং তিনি এমন কোনো মন্তব্য কখনোই করেননি।

২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী দল।

RELATED NEWS

Latest News