Friday, September 26, 2025
Homeজাতীয়নিঝুমদ্বীপ ও হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত বহু এলাকা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকানপাট

নিঝুমদ্বীপ ও হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত বহু এলাকা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও দোকানপাট

ঢাকা, ৩০ মে, ২০২৫ (ডেপ্রবা) : নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপসহ বিভিন্ন এলাকায় অস্বাভাবিক জোয়ারে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে সমুদ্র উত্তাল এবং ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন সকল নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।

দুপুরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়ে যায়। এতে নলচিরা ঘাট, নিঝুমদ্বীপ, চরঘাসিয়া, ঢালচরসহ একাধিক নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। নলচিরা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন জানান, জোয়ারের ঢেউয়ের আঘাতে ঘাট এলাকার ৫-৬টি দোকান ঘর, শরিফ টি স্টোর, খালেকের চা দোকানসহ ক্ষতিগ্রস্ত হয়। প্রধান সড়কে উঠে আসে প্রায় তিন ফুট পানি।

নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার শাহেদ উদ্দিন জানান, দ্বীপের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। মানুষের ঘরে পানি ঢুকে রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। নামার বাজার এলাকার ব্যবসায়ী জামসেদ উদ্দিন বলেন, বাজারসহ আশপাশের সব রিসোর্ট পানির নিচে তলিয়ে গেছে, মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ইব্রাহীম পার্টি জানান, নিঝুমদ্বীপের মোল্লা গ্রাম, বান্ধাখালী, পূর্ব মুন্সী, গুচ্ছগ্রাম, পূর্বাঞ্চল, মদিনা গ্রামসহ সব গ্রামে জোয়ারের পানি ঢুকেছে। বেড়িবাঁধ না থাকায় প্রতিবারের মতো এবারও প্লাবনের শিকার হচ্ছে পুরো দ্বীপ।

হাতিয়ার হরনী, চানন্দী, সুখচর, চরইশ্বর, তমরদ্দি ও সোনাদিয়া ইউনিয়নের কিছু অংশেও একই অবস্থা। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি ছিল অনেক উঁচু, যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন:

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পেয়েছি। আমরা জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখেছি। ত্রাণ পৌঁছালে তা দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌ-যোগাযোগ স্থগিত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে এলাকার মানুষরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রতি বছর একই দুর্ভোগ পোহাতে হলেও কার্যকর বেড়িবাঁধ নির্মাণ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এবারও প্রাকৃতিক দুর্যোগে আবার নতুন করে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে নিঝুমদ্বীপবাসী।

RELATED NEWS

Latest News