ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিচার স্টুডেন্ট সেন্টার টিএসসি এলাকায় বুধবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে এলাকায় উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় টিএসসি সংলগ্ন স্থানে একটি প্রদর্শনী চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেলগুলো সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে অথবা চলন্ত মোটরসাইকেল থেকে নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। একজন শিক্ষার্থী রিয়াদ বলেন, মনে হচ্ছিল মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়েছে। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটোছুটি শুরু করে।
ঘটনায় একজন আহত হয়েছেন বলে ইউএনবি জানিয়েছে, তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সাংবাদিক নাজমুস সাকিবের নিকটে পার্ক করা মোটরসাইকেলটির ফুয়েল ট্যাংক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, চায়ের দোকানের কাছে বসে থাকার সময় পাশে ককটেল পড়ে বিস্ফোরিত হয়, এতে তিনি মুহূর্তের জন্য হতভম্ব হয়ে পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ককটেলটি সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে নিক্ষেপ করা হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম পাঠানো হয়েছে এবং পুলিশ উদ্যানের ভেতরে তদন্ত করছে। দায়ীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।
ছাত্র সংগঠন ছাত্র শক্তির নেতা তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এটিকে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত হামলা বলে দাবি করেন। তবে ঘটনাটির প্রকৃতি ও দায়ী ব্যক্তিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।
