ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ২০১৯ সালে গৃহীত প্রস্তাব বাতিল করে অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করেছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসু সভাপতি প্রফেসর নিয়াজ আহমেদ খান। উপস্থিত ছিলেন উপসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যরা।
ডাকসুর উপসভাপতি শাদিক কায়েম সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের যে প্রস্তাবে শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়েছিল তা ডাকসুর সংবিধানের বাইরে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। আজকের সভায় সেই প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ডাকসুর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ডাকসুর সংবিধানে আজীবন সদস্যপদের কোনো ধারা নেই, তাই সিদ্ধান্তটি বাতিল করা গণতান্ত্রিক নীতির পক্ষে সঠিক পদক্ষেপ।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ডাকসু নির্বাচনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে, যা আলোচনা ও অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে পাঠানো হবে। পূর্বে গৃহীত সংবিধিবহির্ভূত সিদ্ধান্তগুলো পর্যালোচনায় উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও হয়।
২০১৯ সালে তৎকালীন ডাকসু কমিটি শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব পাস করলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই তখন সেটিকে সংবিধানবিরোধী এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে মত দিয়েছিলেন। বর্তমান ডাকসু কমিটির মতে, সাম্প্রতিক সিদ্ধান্তের লক্ষ্য হলো সংসদের গণতান্ত্রিক ও নীতিগত অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা করা।
