গ্রাহক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসেন অনুপস্থিত অবস্থায় এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রতিজন আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলাটি করেছিলেন ভুক্তভোগী গ্রাহক সাদিকুর রহমান। তিনি অভিযোগ করেন, ইভ্যালি আকর্ষণীয় বিজ্ঞাপন ও মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করেছে।
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ২০ মার্চ ইভ্যালির ফেসবুক পেজে প্রকাশিত অফারে প্রলুব্ধ হয়ে সাদিকুর রহমান তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না পেয়ে তিনি ২০২২ সালের ১২ এপ্রিল সিটি ব্যাংকের দুটি চেক নগদায়নের চেষ্টা করেন, তবে উভয় চেকই অনাদায়ী ফেরত আসে।
পরে ২০২৩ সালের ২৬ নভেম্বর তিনি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেন।
ইভ্যালি ২০২১ সালে ব্যাপক আলোচনায় আসে যখন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হাজারো গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় থেকেই প্রতিষ্ঠানটির আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা হয়।
