ডিউটির সময় পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুধু টিম ইনচার্জরা এই নিয়মের বাইরে থাকবেন।
সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। ডিউটি চলাকালে মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা কমে যাচ্ছে এবং দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটছে—এমন উদ্বেগ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, এ ধরনের বিভ্রান্তি পুলিশ সদস্যদের নিজেদের এবং জনগণের নিরাপত্তার সঙ্গে আপস করতে পারে, যদিও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দৃশ্যমান।
নির্দেশনায় বলা হয়েছে, ইউনিট ইনচার্জদের দায়িত্ব দেওয়া হয়েছে মোতায়েনের আগে তাদের বাহিনীকে এই নির্দেশনা সম্পর্কে ব্রিফ করতে। আদেশ অমান্য করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং বিদ্যমান বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই স্পর্শকাতর সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমনে ডিএমপি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চায়।
কমিশনার সাজ্জাত আলী জোর দিয়ে বলেন, এই ব্যবস্থা অপারেশনাল দক্ষতা বাড়াতে এবং সতর্কতার ঘাটতি থেকে উদ্ভূত ঝুঁকি থেকে জনগণ ও পুলিশ সদস্যদের সুরক্ষা দিতে নেওয়া হয়েছে।
ডিএমপি’র এই নির্দেশনা পুলিশ বাহিনীর মধ্যে পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে।
