বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তোয়া আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে পায়ের পেশিতে চোট পেয়েছেন তিনি। সোমবার স্প্যানিশ ক্লাবটি এ তথ্য জানিয়েছে।
৩৩ বছর বয়সী কুর্তোয়া রোববার রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার গোলশূন্য ড্রয়ে অ্যাডাক্টর পেশিতে চোট পান।
রিয়াল মাদ্রিদ তার অনুপস্থিতির সময়কাল নির্দিষ্ট করে জানায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১০ থেকে ১২ দিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।
এতে তিনি ২৩ নভেম্বর এলচের বিপক্ষে লা লিগা ম্যাচে ফিরতে পারেন।
বেলজিয়াম শনিবার কাজাখস্তানের বিপক্ষে জিতলে পরের বছরের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
তারা গ্রুপ জে-এর শেষ ম্যাচ খেলবে তিন দিন পর লিখটেনস্টাইনের বিপক্ষে।
কুর্তোয়ার অনুপস্থিতি বেলজিয়ামের জন্য বড় ধাক্কা হতে পারে। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। চোটের গুরুত্ব নিয়ে রিয়াল মাদ্রিদ আরও পরীক্ষা করছে।
সূত্র: রয়টার্স, এএফপি
