সংকটে থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণের প্রস্তাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফ হোসেন খান খুচরা বিনিয়োগকারীদের উদ্বেগ স্বীকার করে বলেন, তাদের ক্ষতি মোকাবেলায় একটি মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়া হতে পারে।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি সরকারের কাছে আবেদন নিয়ে আসে, তবে সরকার তার সক্ষমতা অনুযায়ী তাদের বিষয়টি সমাধান করতে পারে বলে আশা করা যায়।”
তিনি আরও বলেন, শেয়ারবাজারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোতে শেয়ার ধারণকারী বিনিয়োগকারীদের নিয়েই সরকারের উদ্বেগ। একীভূতকরণের সঙ্গে জড়িত সিদ্ধান্ত গ্রহণকারীরা প্রচলিত হিসাব পদ্ধতির বাইরে গিয়ে একটি সমাধানের কথা ভাবতে পারেন।
প্রস্তাবিত এই একীভূতকরণের লক্ষ্য হলো সংকটে থাকা পাঁচটি ব্যাংককে একত্রিত করে একটি একক ইসলামী ব্যাংকিং সত্তা গঠন করা। আরিফ হোসেন খান জানান, এই নিয়ন্ত্রক প্রক্রিয়াটি একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে। গত মার্চে সরকার বাংলাদেশ ব্যাংকের কাছে আগ্রহপত্র জমা দেওয়ার মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, নতুন সত্তাটির প্রতিষ্ঠা কোম্পানি গঠন এবং ব্যাংকিং অনুমোদনসহ কঠোর আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর নির্ভর করবে।
