কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এতে অন্তত তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা পশ্চিমপাড়া মোড়ে চৌদ্দগ্রাম-লাকসাম সড়কে একটি দ্রুতগামী ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এতে দুটি তিন চাকার যানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।
আহত ছয়জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।
