Monday, November 10, 2025
Homeঅর্থ-বাণিজ্যচট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ আদায়ে এক মাসের স্থগিতাদেশ

চট্টগ্রাম বন্দরের বাড়তি ট্যারিফ আদায়ে এক মাসের স্থগিতাদেশ

হাইকোর্টের আদেশে স্থগিত থাকছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন সার্ভিস চার্জ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) বাড়তি ট্যারিফ আদায়ের সিদ্ধান্তের কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন।

আদালত একই সঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, ১৪ সেপ্টেম্বরের গেজেট ও ৩০ সেপ্টেম্বরের সার্কুলার কেন আইনগত ক্ষমতা ছাড়া জারি করা হয়েছে বলে ঘোষণা করা হবে না।

রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মোহিউদ্দিন আব্দুল কাদের আদালতে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।

১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে সিপিএ বিভিন্ন সার্ভিস চার্জ গড়ে ৪১ শতাংশ পর্যন্ত বাড়ায়, যার মধ্যে কনটেইনার পরিবহন টোলের হার সবচেয়ে বেশি ছিল। এরপর ৩০ সেপ্টেম্বর জারি করা সার্কুলারে জানানো হয়, নতুন হার ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

রবিবারের আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী মোহিউদ্দিন আব্দুল কাদের বলেন, “হাইকোর্ট এক মাসের জন্য সার্কুলারের কার্যকারিতা স্থগিত করেছে। এই সময়ের মধ্যে বাড়তি ট্যারিফ আদায় করা যাবে না।”

রাষ্ট্রপক্ষের প্রতিনিধি নূর মোহাম্মদ আজমি জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

RELATED NEWS

Latest News