Monday, November 10, 2025
Homeখেলাধুলাক্রিকেটজুয়াইরিয়া ফেরদৌসের ৮৫* এ রংপুরের বড় জয়, চট্টগ্রাম খুলনা ময়মনসিংহও জিতল

জুয়াইরিয়া ফেরদৌসের ৮৫* এ রংপুরের বড় জয়, চট্টগ্রাম খুলনা ময়মনসিংহও জিতল

বিকেএসপিতে নারী জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে রংপুর ৬৬ রানে সিলেটকে হারায়

বিকেএসপিতে নারী জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে রংপুর বিভাগ নারী দল ৬৬ রানের জয়ে সিলেটকে হারিয়েছে। উইকেটকিপার ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ৬০ বলে অপরাজিত ৮৫ রান করে দলকে ২০ ওভারে ৪ উইকেটে ১৪০ তে পৌঁছে দেন। তাকে সামাল দেয়ার মতো বোলিং খুঁজে পায়নি সিলেট।

জুয়াইরিয়াকে সঙ্গ দেন আফিয়া আনাম ১৯ বলে ১৪ এবং অধিনায়ক সোবহানা মোস্তারি ২৫ বলে ২৮। জবাবে সিলেট ১৩ বল বাকি থাকতে ৭৪ রানে অলআউট হয়। উইকেটকিপার শামীমা সুলতানা ২১ বলে ২০ এবং অধিনায়ক শারমিন আক্তার সুপ্তা ২৫ বলে ১৯ রান করে কিছুটা লড়াই করেন।

বিকেএসপি গ্রাউন্ড ৪ এ নিম্নস্কোরিং ম্যাচে চট্টগ্রাম ২৯ রানে জিতেছে বরিশালের বিপক্ষে। আগে ব্যাট করে চট্টগ্রাম ৬ উইকেটে ৯৪ তোলে। অধিনায়ক ফাহিমা খাতুন অপরাজিত ৪৪ করেন ৩৯ বলে। বরিশালের রান তাড়া শুরু থেকেই ধীরগতি ছিল এবং ইনিংস গুটিয়ে যায় ৬৫ রানে। ওপেনার সুমি আক্তার ১৩ রানে সর্বোচ্চ করেন।

একই ভেন্যুতে আগে হওয়া ম্যাচে মৌসুমের প্রথম জয় পেয়েছে খুলনা। রুমানা আহমেদের ৪২ এবং ওপেনার মিস্টি রানি সাহার ৩১ রানে ভর করে খুলনা ৪ উইকেটে ১১৮ তোলে। বল হাতে মিস্টি ৩২ রানে ৩ উইকেট নেন। রাজশাহীর ইনিংস থামে ৯২ এ ৯ উইকেটে। খুলনা জেতে ২৬ রানে।

এদিকে ময়মনসিংহও পেল মৌসুমের প্রথম জয়। ঢাকার বিপক্ষে তারা জেতে ৪৭ রানে। অধিনায়ক শর্না আক্তার ২০ বলে ঝোড়ো ৪৭ এবং ফারজানা আক্তার লিসা স্থিরতায় ৪৩ করে দলকে ৭ উইকেটে ১৫৬ তে তুলেন। জবাবে ঢাকা ৭ উইকেটে ১০৯ রানে থামে। এটি ঢাকার টানা দ্বিতীয় হার।

দিনের শেষে ব্যাট হাতে জুয়াইরিয়া ফেরদৌসের বিশেষ পারফরম্যান্স দিনটিকে আলাদা করে রেখেছে। অন্যদিকে ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, শর্না আক্তার এবং মিস্টি রানি সাহার উল্লেখযোগ্য অবদান দলগুলোর জয়ে বড় ভূমিকা রাখে।

RELATED NEWS

Latest News