সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। এটি তার দেশের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্টের আনুষ্ঠানিক সফর। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। একদিন আগে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী তালিকা থেকে অব্যাহতি দেয়।
শারা, যার বিদ্রোহী বাহিনী গত বছরের শেষদিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে, সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বিশ্লেষকরা বলছেন, ১৯৪৬ সালে স্বাধীনতার পর এটি প্রথম সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর।
অন্তর্বর্তীকালীন এই নেতা মে মাসে রিয়াদে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করেন।
যুক্তরাষ্ট্রের সিরিয়া দূত টম ব্যারাক এ মাসের শুরুতে জানান, শারা সম্ভবত আইএস বিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার চুক্তি সই করবেন।
সিরিয়ার এক কূটনৈতিক সূত্র এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্র দামেস্কাসের কাছে সামরিক ঘাঁটি স্থাপন করবে। এটি মানবিক সহায়তা সমন্বয় ও সিরিয়া-ইসরায়েল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
শুক্রবার স্টেট ডিপার্টমেন্ট শারাকে তালিকা থেকে অব্যাহতি দেয়। এটি ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল। মুখপাত্র টমি পিগট বলেন, শারার সরকার নিখোঁজ আমেরিকানদের খোঁজ এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলসহ যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করছে।
পিগট যোগ করেন, আসাদের প্রস্থানের পর সিরীয় নেতৃত্বের অগ্রগতির স্বীকৃতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সিরীয় নেতৃত্বাধীন রাজনৈতিক প্রক্রিয়া প্রচার করবে।
শনিবার সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইএস হুমকি নির্মূলে ৬১টি অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান হয়েছে আলেপ্পো, ইদলিব, হামা, হোমস, দেইর এজ-জোর, রাক্কা ও দামেস্কাসে।
যুক্তরাষ্ট্রে পৌঁছে শারা ওয়াশিংটনে সিরীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।
সিরীয় পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে শারা সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার ও আইএস বিরোধী অপারেশন প্রধান কেভিন ল্যামবার্টের সঙ্গে বাস্কেটবল খেলছেন। ক্যাপশন: ওয়ার্ক হার্ড, প্লে হার্ডার।
শারার এ সফর সেপ্টেম্বরে জাতিসংঘে তার প্রথম যুক্তরাষ্ট্র সফরের পর। সেখানে তিনি দশকের পর প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে সাধারণ পরিষদে ভাষণ দেন।
বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
পূর্বে আল-কায়েদা সংশ্লিষ্ট হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়ে। ক্ষমতায় আসার পর নতুন নেতৃত্ব অতীতের সহিংসতা থেকে বেরিয়ে মধ্যপন্থী ইমেজ তৈরি করছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মাইকেল হান্না বলেন, হোয়াইট হাউস সফর নতুন সিরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং শারার জঙ্গি নেতা থেকে বিশ্বনেতায় রূপান্তরের প্রতীক।
শারা সিরিয়ার পুনর্নির্মাণে অর্থ সহায়তা চাইবেন। ১৩ বছরের গৃহযুদ্ধের পর দেশটির পুনর্নির্মাণে বিশ্বব্যাংকের রক্ষণশীল হিসাব ২১৬ বিলিয়ন ডলার।
সূত্র: এএফপি, রয়টার্স
