রবিবার ইউক্রেনের আক্রমণে রাশিয়ার একাধিক সীমান্ত অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন। বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রামে বলেন, আঞ্চলিক রাজধানীসহ কয়েকটি সড়কে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং বিদ্যুৎ ও হিটিং নেটওয়ার্ক গুরুতর ক্ষতিগ্রস্ত। তার হিসাবে ২০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
পশ্চিমাঞ্চলীয় কুর্স্ক অঞ্চলে করেনেভো গ্রামের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে, ফলে অন্তত ১০টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় বলে গভর্নর আলেকজান্ডার খিনশতাইন টেলিগ্রামে জানিয়েছেন। দক্ষিণের ভোরোনেজ অঞ্চলেও একটি হিটিং সুবিধায় অগ্নিকাণ্ড হয়েছে বলে গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে জানায়, ব্রিয়ান্সক সীমান্ত অঞ্চলে ৪৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত রাশিয়া জুড়ে জ্বালানি স্থাপনায় লক্ষ্য করে ৬৯টি ড্রোন পাঠায়, যার মধ্যে ৩৪টি ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়।
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানায়, রবিবার তাদের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা শূন্যে নেমে আসে এবং বিদ্যুৎ ও হিটিং স্বাভাবিক করতে তৎপরতা চলছে। এসব হামলায় ইউক্রেনে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুই দেশের মধ্যে অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি আক্রমণ কয়েক মাস ধরেই বেড়েছে। সীমান্তবর্তী রুশ অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হওয়ায় স্থানীয় প্রশাসন জরুরি মেরামত ও বিকল্প সরবরাহ ব্যবস্থা চালু করার কথা জানিয়েছে, আর ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদন স্থাপনা পুনরুদ্ধারে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ।
