Monday, November 10, 2025
Homeখেলাধুলাক্রিকেটজাহানারার অভিযোগে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

জাহানারার অভিযোগে চার কর্মকর্তাকে ওএসডি করল বিসিবি

অভিযোগ তদন্তে সাবেক আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার কর্মকর্তাকে বিশেষ দায়িত্বহীন কর্মকর্তা (ওএসডি) করেছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন—ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সরফরাজ বাবু।

বিসিবির এক কর্মকর্তা ডেইলি সান-কে বলেন, “যাদের নামে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে বোর্ড ব্যবস্থা নিয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”

ঘটনার মূল অভিযুক্ত সাবেক নারী দলের ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনে অবস্থান করছেন।

শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, বিসিবির গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।

শনিবার বিসিবি এ অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে। সদস্য হিসেবে রয়েছেন নবনিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা।

এই অভিযোগ ও তদন্ত দেশের ক্রীড়া অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

RELATED NEWS

Latest News