বাংলাদেশে ক্রিকেট ট্যুরিজমকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন উদ্যোগের অংশ হিসেবে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়িঘরের সামনে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছে।
রবিবার সুরমা নদীর তীরে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি যৌথভাবে ট্রফি উন্মোচন করেন। বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
বিসিবির এই উদ্যোগের লক্ষ্য শুধু ক্রিকেট নয়, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরা। গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বা ঐতিহাসিক স্থানে সিরিজ ট্রফি উন্মোচনের এই ধারাটি এখন বিসিবির ক্রিকেট ট্যুরিজম প্রচারণার একটি স্বাক্ষর রূপ নিয়েছে।
এই আয়োজনের মাধ্যমে সিলেটকে সাংস্কৃতিক ও ক্রিকেট পর্যটনের একটি গন্তব্য হিসেবে আরও পরিচিত করে তোলার আশা করছে বিসিবি। ঐতিহাসিক আলী আমজাদের ঘড়িঘর ও সুরমা নদীর পাড়ের এই মনোরম পরিবেশে অনুষ্ঠিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
