তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনা চলমান থাকা অবস্থায় বৃহস্পতিবার আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের দিক থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একজন আফগান সামরিক সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, গোলাবর্ষণ ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী ছিল এবং বেসামরিক এলাকাও টার্গেট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক সূত্র বলেন, আলোচনার প্রতি সম্মান দেখিয়ে এখনো পাল্টা জবাব দেওয়া হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগান তালেবানের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তান তালেবান টিটিপি আফগানিস্তানে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। কাবুলের কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলছে, তারা এ গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ রাখে না।
গত মাসেই সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষে ডজনাধিক প্রাণহানি ঘটে, যা ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর সবচেয়ে গুরুতর সংঘর্ষগুলোর একটি। উত্তেজনা প্রশমনে ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি সই করা হয়। তবে ইস্তাম্বুলে গত সপ্তাহের দ্বিতীয় দফা আলোচনায় পাকিস্তানবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি নিয়ে মতবিরোধ থাকায় দীর্ঘমেয়াদি সমঝোতা হয়নি। নতুন করে আলোচনা বৃহস্পতিবার ইস্তাম্বুলে পুনরায় শুরু হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন প্রজ্ঞা বিজয়ী হবে এবং অঞ্চলে শান্তি ফিরে আসবে। তার ভাষ্যে, ইসলামাবাদের এক পয়েন্ট এজেন্ডা হলো আফগানিস্তানকে বোঝানো যে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালানো জঙ্গিদের নিয়ন্ত্রণে আনতে হবে।
পর্যবেক্ষকদের মতে, সীমান্তে অনিয়মিত গোলাগুলি ও পারস্পরিক অবিশ্বাস দোহা যুদ্ধবিরতির স্থায়িত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। ইস্তাম্বুল আলোচনায় অগ্রগতি না হলে সীমান্ত পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
