সামাজিক যোগাযোগমাধ্যমে লালমনিরহাটের ৬২ কিলোমিটার ভূখণ্ড ভারত দখল করেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাষ্ট্রবিরোধী প্রচারণা হিসেবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার পাঠানো এক সরকারি বিবৃতিতে বিজিবি জানায়, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে “India occupies 62 kilometres in Lalmonirhat” শিরোনামে ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি বিজিবির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
বিজিবি জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য শেয়ার বা মন্তব্য না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভুয়া ও অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। বাহিনী বলেছে, এ ধরনের মনগড়া ও অসত্য তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির অপচেষ্টা করা হচ্ছে যা গ্রহণযোগ্য নয়।
