জেমকন গ্রুপের পরিচালক ও সিইও কাজী আনিস আহমেদের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং ২০টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফাইজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে বলা হয়েছে, জব্দের জন্য নির্দেশিত স্থাবর সম্পদের আনুমানিক মূল্য ৭.২০ কোটি টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৮৪.৮৯ কোটি টাকা। দুদকের অভিযোগ, কাজী আনিস আহমেদ ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশ্যে ব্যক্তিগত আর্থিক সুবিধা নিয়েছেন এবং তার পরিচিত উৎসের সঙ্গে সামঞ্জস্যহীন ৮০.৩৫ কোটি টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
দুদক আরও জানায়, তিনি ব্যক্তিগত, যৌথ ও কোম্পানির বিভিন্ন হিসাবে ৪০.৬৯ কোটি টাকা জমা এবং ৩৮.৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন। ন্যায্য তদন্তের স্বার্থে তার নামে অর্জিত সম্পদ ফ্রিজ ও সংযুক্ত করা প্রয়োজন বলে কমিশন আদালতে উল্লেখ করে।
আদালতের আদেশ অনুযায়ী, ২০টি ব্যাংক হিসাব অবিলম্বে ফ্রিজ করতে হবে এবং জব্দ নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এ মামলার তদন্ত চলমান রয়েছে।
এ বিষয়ে কাজী আনিস আহমেদ বা জেমকন গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষগুলো আপিল বা প্রতিকারের সুযোগ পাবেন।
