আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, সততা, যোগ্যতা ও পবিত্রতার ভিত্তিতে প্রার্থী বাছাই করতে পারলে জাতির ভবিষ্যৎ উন্নত হবে। তবে তিনি কোনো নির্দিষ্ট দল বা নিজের দলের জন্য ভোট চাননি।
বুধবার সিলেট-১ আসনের ময়ূরকুঞ্জ কনভেনশন হলে তৃণমূল পর্যায়ের এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, মতাদর্শ বা দলীয় পরিচয় নির্বিশেষে সবাইকে ভোটের দিনে সক্রিয় ভূমিকা রাখতে হবে যাতে ভোটাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারেন। তার ভাষ্যে, এই নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
জামায়াতপ্রধান আরও বলেন, জনগণ যদি জামায়াতকে দায়িত্ব দেয়, তবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গড়তে কাজ করবে দলটি। এতে নাগরিকদের মধ্যে কোনো বিভাজন থাকবে না এবং নির্বাচিত প্রতিনিধিরা স্বজনপ্রীতি ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে জামায়াতের সহকারী মহাসচিব অ্যাডভোকেট ইহসানুল মাহবুব যুবায়ের, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
