জুলাই ২০২৪ সালের আন্দোলনের পর জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক শাসনব্যবস্থা জোরদারে বাংলাদেশকে পুলিশ সংস্কার অভিজ্ঞতা ও দক্ষতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেছে আয়ারল্যান্ড। বুধবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন বাংলাদেশের অ-নিবাসী আয়ারিশ রাষ্ট্রদূত কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ওমবুডসম্যান বারোনেস নুয়ালা ও’লোন।
গুড ফ্রাইডে চুক্তির ১৯৯৮ পরবর্তী সাত বছর পুলিশ ওমবুডসম্যান হিসেবে দায়িত্ব পালন করা বারোনেস ও’লোন বলেন, সংঘাত-পরবর্তী সময়ে ধৈর্য, অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দীর্ঘমেয়াদি প্রকৃতি সম্পর্কে আয়ারল্যান্ডের অভিজ্ঞতা পথনির্দেশ দিতে পারে। তার ভাষায়, টেকসই পরিবর্তনের বাস্তবসম্মত সময়রেখা ও প্রক্রিয়া নিয়ে আমরা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত।
বৈঠকে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ইউনিটের পরিচালক ফিওনুলা গিলসেনান এবং যুক্তরাজ্যের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার সারা কুক। প্রধান উপদেষ্টা ইউনুস আয়ারল্যান্ডের উদ্যোগকে স্বাগত জানিয়ে চলমান সংস্কার ও ট্রানজিশন প্রক্রিয়ায় আয়ারল্যান্ডের সম্পৃক্ততার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তিনি আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬ সামনে রেখে বিভ্রান্তিমূলক তথ্যের বিস্তার মোকাবিলায়ও রাষ্ট্রদূত কেলির সহায়তা চান।
রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড অংশীদারত্ব আরও গভীর করতে চায়। বৈঠকে পুলিশ জবাবদিহি, জনগণের আস্থা পুনর্গঠন এবং অধিকার-সংবেদনশীল আইনপ্রয়োগের ভালো চর্চা বিনিময়ের সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়।
