চট্টগ্রাম সিটির বায়েজিদ বোস্তামী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহ। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আরও একজন—সরওয়ার বাবলা—গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এরশাদ উল্লাহ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক। সোমবারই বিএনপি তাকে চট্টগ্রাম-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আসনটিতে বোয়ালখালী ও চাঁদগাঁও উপজেলা অন্তর্ভুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবারের হামলাটি মূলত সরওয়ার বাবলাকে লক্ষ্য করে করা হয়ে থাকতে পারে। হামলাকারীরা চট্টগ্রামের পরিচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’-এর অনুসারী বলে ধারণা করা হচ্ছে। সাজ্জাদ বর্তমানে কারাগারে রয়েছেন।
