গুরুতর হাঁটুর চোটে পড়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রবিন লে নর্ম্যান্ড। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ইউনিয়ন সেন্ট-গিলোইসের বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। বুধবার লা লিগার ক্লাবটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
লে নর্ম্যান্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে অ্যাতলেটিকো নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে স্পেন আগামী ১৫ নভেম্বর জর্জিয়া এবং ১৮ নভেম্বর তুরস্কের মুখোমুখি হবে।
অ্যাতলেটিকো তাদের বিবৃতিতে বলেছে, “লে নর্ম্যান্ডের বাম হাঁটুর পোস্টেরিয়র ক্যাপসুলে উচ্চ-গ্রেডের ইনজুরি ধরা পড়েছে।” তবে ক্লাবটি এটাও নিশ্চিত করেছে যে, তার হাঁটুর মেনিসকাস বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়নি, যা কিছুটা স্বস্তির খবর।
এই চোটের কারণে আন্তর্জাতিক বিরতির আগে শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না এই সেন্টার-ব্যাক।
আগামী ২৬ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে এবং ২ ডিসেম্বর লা লিগায় স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠে ফেরার আশা করবেন লে নর্ম্যান্ড।
