বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বমেল। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিভিন্ন দেশের কূটনীতিকরা নিয়মিতই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে থাকেন। এর অংশ হিসেবেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
