জুলাই ন্যাশনাল চার্টার ২০২৫ বিষয়ক প্রস্তাবিত গণভোট জাতীয় নির্বাচনের আগেই যেকোনো দিনে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির সহকারী মহাসচিব এ এইচ এম হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এ কথা জানান। দুজনের সমন্বয়ে গঠিত জামায়াতের একটি প্রতিনিধি দল দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে নীরবাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে।
আজাদ বলেন, আমাদের আটটি সহযোগী দলের সর্বশেষ অবস্থান হলো, গণভোটটি নির্বাচনের আগেই যেকোনো এক দিনে হওয়া উচিত। তিনি জানান, সিইসি বলেছেন, সরকার পৃথক দিনে গণভোট আয়োজনের নির্দেশ দিলে নির্বাচন কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে। জামায়াত সরকারকে পৃথক দিনে গণভোট আয়োজনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে জামায়াতে ইসলামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছিল। তবে বিএনপি সে দাবি না মেনে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নেয়। সর্বশেষ অবস্থানে এসে জামায়াত নির্বাচনের আগে যেকোনো দিনে গণভোটের প্রস্তাব দিচ্ছে, যাতে তা সাধারণ নির্বাচনের দিন থেকে আলাদা থাকে।
বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে গণভোটের সময়সূচি ও দিনক্ষণ নির্ধারণে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর গুরুত্ব আরোপ করা হয়। নির্বাচন কমিশন জানায়, আইন ও বিধি অনুসারে সরকারের অনুরোধ পেলে পৃথক দিনে গণভোট আয়োজন করা সম্ভব।
