নতুন কোচ গ্রাহাম পটার ঘোষিত প্রথম সুইডেন দলে জায়গা পাননি ভিক্টর গিয়োকারেস। আর্সেনালের হয়ে সপ্তাহান্তে খেলতে গিয়ে পেশির ইনজুরিতে পড়েছেন তিনি।
অন্যদিকে, গ্রোয়িন ইনজুরিতে ভুগলেও লিভারপুলের ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাককে দলে রেখেছেন পটার।
গত মাসে প্রাথমিক চুক্তিতে সুইডেনের দায়িত্ব নেন ইংলিশ কোচ গ্রাহাম পটার। তার অধীনে সুইডেন খেলবে শেষ দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ—সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে।
পটার মার্চে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্লে-অফেও দলকে কোচিং করাবেন। নেশনস লিগে সর্বশেষ গ্রুপ জয় করার সুবাদে প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে সুইডেনের।
তবে গিয়োকারেসকে ছাড়াই শুরু করতে হচ্ছে তাকে। শনিবার বার্নলির বিপক্ষে আর্সেনালের ২-০ জয়ে হাফটাইমে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। পরের ম্যাচে স্লাভিয়া প্রাগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগেও ছিলেন না স্কোয়াডে।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, গিয়োকারেসের ইনজুরি নিয়ে তিনি “উদ্বিগ্ন” এবং কতটা গুরুতর তা এখনও পরিষ্কার নয়।
অন্যদিকে ইসাক ২২ অক্টোবর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ জয়ের ম্যাচে প্রথমার্ধে নামেন, এরপর থেকে আর খেলেননি।
লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, ইসাকের ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা এখনো অনিশ্চিত।
