পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়।
মঙ্গলবার আইসিসি এক বিবৃতিতে জানায়, হারিস ছাড়াও ভারতের সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহ এবং পাকিস্তানের সাহিবজাদা ফারহান একই অনুচ্ছেদে অভিযুক্ত হয়েছেন।
তারা সবাই আইসিসির আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভেঙেছেন, যা “খেলার ভাবমূর্তি নষ্টের মতো আচরণ” সম্পর্কিত।
তীব্র উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত তিনটি ভারত-পাকিস্তান ম্যাচেই ভারত জয় পায়। প্রতিটি ম্যাচেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত না মেলানোর ঘটনাও বিতর্ক সৃষ্টি করে।
যদিও আইসিসি তাদের বিবৃতিতে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানায়নি, ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হারিস রউফ একাধিকবার বিমানের পতনের ইঙ্গিত করে অঙ্গভঙ্গি করেছিলেন, আর ফারহান ব্যাটকে বন্দুকের মতো ধরে উদযাপন করেন।
অন্যদিকে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের বিপক্ষে ১৪ সেপ্টেম্বরের জয়কে “ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ” করেন, যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানায়।
বুমরাহও ফাইনাল ম্যাচে এক অনুপযুক্ত অঙ্গভঙ্গির কারণে সতর্কতা পেয়েছেন বলে জানা গেছে।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, হারিস রউফ চার ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দুই ওয়ানডে ম্যাচে (মঙ্গলবার ও বৃহস্পতিবার) খেলতে পারবেন না। এছাড়া তিনি দুই ম্যাচে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনবেন।
সূর্যকুমারও এক ম্যাচে ৩০ শতাংশ জরিমানা দিয়েছেন, আর বুমরাহ ও ফারহানকে সতর্ক করা হয়েছে।
