আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ জনাথন ট্রট আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।
২০২২ সালের জুলাইয়ে কোচ হিসেবে নিয়োগ পাওয়া সাবেক ইংলিশ ব্যাটার ট্রটের অধীনে আফগানিস্তান গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পৌঁছেছিল সেমিফাইনালে। এর আগের বছর ওয়ানডে বিশ্বকাপে তারা অল্পের জন্য শীর্ষ চার দলে জায়গা হারায়।
ACB জানিয়েছে, “জনাথন ট্রটের মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এটি জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ।”
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে সাড়া ফেলেছিল। চারটি জয় নিয়েও তারা সেমিফাইনালে পৌঁছাতে পারেনি, দুই পয়েন্টের ব্যবধানে বাদ পড়ে।
পরের বছর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জয় এনে দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো পৌঁছে যায় সেমিফাইনালে, যেখানে তাদের থামায় দক্ষিণ আফ্রিকা।
বিদায় প্রসঙ্গে ট্রট বলেন, “আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব এবং দলের ও দেশের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।”
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, ফাইনাল নির্ধারিত আছে আগামী ৮ মার্চ।
