রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দায়ের করা তিন মামলার শুনানি আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে এ দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, দুটি মামলায় মোট তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। তবে পুতুলের বিরুদ্ধে অন্য একটি মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখা হয়েছে। সাক্ষীরা হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান এবং রাজউকের কর্মকর্তা তানজিল্লুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাইনুল ইসলাম খান লিপন বলেন, হাসিনার মামলায় একজনের জেরা সম্পন্ন হয়েছে; জয়ের মামলায় একজনের জেরা ও আরেকজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। তবে পুতুলের মামলায় কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি।
দুদক চলতি বছরের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে শেখ পরিবারের সদস্য এবং কয়েকজন সরকারি ও রাজউক কর্মকর্তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করে। গত ১০ মার্চ এসব মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
এর আগে গত ১ জুলাই আদালত ছয় মামলায় মোট ১০০ আসামিকে তলব করে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এরপর ৩১ জুলাই অভিযোগ গঠন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলাগুলোতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তি। এছাড়া বেশ কয়েকজন সরকারি ও রাজউক কর্মকর্তাও বিচারের মুখোমুখি হচ্ছেন।
