Tuesday, November 4, 2025
Homeজাতীয়সন্ধিক্ষণে বাংলাদেশ, সুষ্ঠু নির্বাচন নির্ভর করবে দায়িত্বপ্রাপ্তদের ওপর: সিইসি

সন্ধিক্ষণে বাংলাদেশ, সুষ্ঠু নির্বাচন নির্ভর করবে দায়িত্বপ্রাপ্তদের ওপর: সিইসি

রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য, বন্দি ও প্রবাসীদের অনলাইন নিবন্ধনে ভোটের সুযোগের ঘোষণা, ১৬ নভেম্বর পোস্টাল ব্যালট অ্যাপ চালু হবে, আসন্ন নির্বাচনে ৫ লাখ আনসার মোতায়েনের প্রস্তুতি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি সংকটময় সন্ধিক্ষণে রয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। সোমবার ৩ নভেম্বর আনসার কোম্পানি ও প্লাটুন সদস্যদের চতুর্থ দফার পোলিং সেন্টার নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পদটি তিনি নিয়মরক্ষার চাকরি হিসেবে নেননি, বরং অর্থবহ পরিবর্তন আনার একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন। তার ভাষায়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি জানান, প্রায় দশ লাখ মানুষ সরাসরি নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকবেন।

নির্বাচনকে অধিক অন্তর্ভুক্তিমূলক করতে নতুন উদ্যোগের কথাও জানান সিইসি। তিনি বলেন, এটি হবে প্রথম নির্বাচন যেখানে বন্দি ও প্রবাসীরা একটি অ্যাপের মাধ্যমে অনলাইন নিবন্ধন করে ভোট দিতে পারবেন। একই সঙ্গে নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ১৬ নভেম্বর পোস্টাল ব্যালট অ্যাপ চালু করা হবে এবং নিবন্ধিত নির্বাচনী কর্মকর্তাদের ঠিকানায় সরাসরি ব্যালট পৌঁছে দেওয়া হবে।

বর্তমান প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ জানিয়ে সিইসি বলেন, বাংলাদেশ এখন সড়কবিভাজনে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কীভাবে এগোবে তা অনেকটা নির্ভর করবে এই নির্বাচনের ওপর। মাঠপর্যায়ে সবচেয়ে বড় জনবল হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সিইসির বক্তব্য, এবার প্রচলিত পদ্ধতি যথেষ্ট হবে না, দায়িত্ব পালনে সাধারণের বাইরে যেতে হবে।

ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারের বিষয়ে সতর্ক করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে তথ্য যাচাইয়ের পরামর্শ দেন। যাচাই ছাড়া শেয়ার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমে সত্যতা দেখে নিন। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়েও তিনি সতর্ক করেন এবং জানান, প্রচারিত যেকোনো কনটেন্টের সঠিকতা নিশ্চিত করতে একটি বিশেষ ভেরিফিকেশন সেল গঠন করা হয়েছে।

একই অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ জানান, আসন্ন সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে। গত এক বছরে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নতুন সদস্য নিয়োগ দিয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই প্রশিক্ষণ ডিসেম্বর পর্যন্ত চলবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা দিতে আনসার বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, নিরাপত্তা সহায়তার পাশাপাশি সারা দেশে ভোটার সচেতনতা কার্যক্রম ও প্রচারণায়ও আনসার সদস্যরা যুক্ত থাকবেন। এবার আগের যে কোনো সময়ের তুলনায় আনসার বাহিনী আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। নির্বাচন দায়িত্ব বণ্টনে ডিজিটাল নিবন্ধন ব্যবহার করা হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বাছাই করে দায়িত্বের বাইরে রাখা হবে।

RELATED NEWS

Latest News