বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০২৫–২৬ ও ২০২৬–২৭ মেয়াদের জন্য ৩৫ সদস্যের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।
সোমবার বাজুস কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল নতুন কমিটির নাম ঘোষণা করেন। তিনি বলেন, “বর্তমান বাজুস কমিটি আগের চেয়ে আরও সফল হবে বলে আমরা বিশ্বাস করি।”
নতুন নেতৃত্বে:
সভাপতি: এনামুল হক খান (ডায়মন্ড অ্যান্ড ডিভাস জুয়েলারি)
সিনিয়র সহ-সভাপতি: রণজিৎ ঘোষ (সানন্দা জুয়েলার্স লিমিটেড)
সহ-সভাপতি: আজাদ আহমেদ, অভি রায় ও ইকবাল হোসেন চৌধুরী
কোষাধ্যক্ষ: অমিত ঘোষ
সভাপতি এনামুল হক প্রথম প্রতিক্রিয়ায় বলেন, “সৎ স্বর্ণ ব্যবসায়ীদের প্রায়ই ভুলভাবে চোরাচালানকারীর সঙ্গে যুক্ত করা হয়। কোনো প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীই চোরাচালানকারী নন।”
তিনি আরও বলেন, “আমরা স্বর্ণের ভ্যাট ১.৫ শতাংশে নামানোর চেষ্টা করব। ভারতে যেখানে ভ্যাট ২ শতাংশ, সেখানে বাংলাদেশে তা বেশি। আমদানির জটিলতা না কাটলে আমরা লাগেজ রুল পুনর্বহালের দাবিও জানাব।”
নির্বাচিত নতুন কমিটি আগামী ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।
