ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজন হলেন আব্দুর রহিম মোল্লা, হাসেম আলী, গোলাম রসুল, সুরুজ ও ওয়ালিদ।
স্থানীয়রা জানান, কলমণখালী বাজারে রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি নেতা আসাদ চৌধুরী ও মাসুদ জোয়ার্দারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জেরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, আহতদের শরীরে কাটা ও ইটের আঘাতের চিহ্ন রয়েছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশনস) শামসুজ্জোহা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
