Tuesday, November 4, 2025
Homeজাতীয়খালেদা জিয়ার সাবেক মুখ্য সচিব ড. কামাল সিদ্দিকী আর নেই

খালেদা জিয়ার সাবেক মুখ্য সচিব ড. কামাল সিদ্দিকী আর নেই

সোমবার ভোরে গুলশানের বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সোমবার সকালে এক সরকারি বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ড. কামাল উদ্দিন সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

RELATED NEWS

Latest News