Thursday, October 30, 2025
Homeজাতীয়ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে নারী মাদ্রাসার আট শিক্ষার্থী দগ্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে নারী মাদ্রাসার আট শিক্ষার্থী দগ্ধ

তিনজন হাসপাতালে ভর্তি, পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বুধবার বিকেলে এক নারী মাদ্রাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে আট শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

ঘটনাটি ঘটে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে দারুল নাজাত মহিলা মাদ্রাসায়, যখন শিক্ষার্থীরা ভবনের চতুর্থ তলায় ক্লাস করছিলেন।

দগ্ধ শিক্ষার্থীরা হলেন—সাদিয়া আক্তার (১২), রুবাইয়া (৯), আয়মান (৬), নুসরাত (১০), আলিয়া (৩০), তুইবা (৬), রাওজা (১৩) ও আফরিন (১৩)।

আফরিনের মামা মো. আনোয়ার জানান, মাদ্রাসার পাশের ট্রান্সফরমারটি হঠাৎ বিস্ফোরিত হয় এবং আগুন দ্রুত ভবনে ছড়িয়ে পড়ে, এতে শিক্ষার্থীরা দগ্ধ হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে নিয়ে যান।

ইনস্টিটিউটের রেসিডেন্ট ফিজিশিয়ান শাওন বিন রহমান বলেন, শিক্ষার্থীদের শরীরে ২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত দগ্ধের চিহ্ন পাওয়া গেছে।

তিনি জানান, পাঁচজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি তিনজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

RELATED NEWS

Latest News