Thursday, October 30, 2025
Homeজাতীয়শেখ হাসিনাকে ২১শ শতকের ‘সবচেয়ে ভয়ংকর ব্যক্তি’ আখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস...

শেখ হাসিনাকে ২১শ শতকের ‘সবচেয়ে ভয়ংকর ব্যক্তি’ আখ্যা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রেস কনফারেন্সে জাতিসংঘের প্রতিবেদন ও আন্তর্জাতিক মিডিয়ার তথ্যের উল্লেখ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ২১শ শতকের সবচেয়ে ভয়ংকর ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, “২১শ শতকে শেখ হাসিনার মতো এত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের দায় আর কারও নেই।”

শফিকুল আলম যুক্তরাজ্যভিত্তিক দ্য ইনডিপেনডেন্ট, রয়টার্স এবং এএফপি-কে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোর প্রসঙ্গ তুলে বলেন, “যারা এই সাক্ষাৎকার নিয়েছেন, তাদের শেখ হাসিনার অতীত কর্মকাণ্ডও মনে রাখা উচিত — বিশেষ করে শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি।”

তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ নথিভুক্ত রয়েছে। পাশাপাশি দুইটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে যে, তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, শেখ হাসিনার নির্বাচনে না যাওয়ার মন্তব্যে সরকার কোনো সমস্যা দেখছে না। “আমরা তেমন কোনো পরিস্থিতি দেখিনি। আওয়ামী লীগ এখন দৃশ্যমান নয় বললেই চলে; মাঝে মাঝে ছোটখাটো মিছিল হয়, তাও কিছু অর্থ সহায়তায়,” তিনি বলেন।

তিনি স্থানীয় একটি সংবাদমাধ্যমের সমালোচনা করে বলেন, “দুঃখজনকভাবে কিছু সংবাদমাধ্যম আওয়ামী লীগের দাবিকৃত ৪০০ মৃত্যুর খবর প্রচার করছে, কিন্তু মানবাধিকার লঙ্ঘনের বাস্তব চিত্র তুলে ধরছে না।”

শফিকুল আলম আরও অভিযোগ করেন, শেখ হাসিনার অনুসারীরা জাতীয় অর্থ ব্যবহার করে যুক্তরাজ্যের ব্যয়বহুল আইনজীবী প্রতিষ্ঠানগুলোকে ভাড়া করেছেন, এবং দেশে এসব প্রচেষ্টারও প্রচার চালানো হচ্ছে।

RELATED NEWS

Latest News