Wednesday, October 29, 2025
Homeখেলাধুলানারী ফুটবল ও হকি দলের আন্তর্জাতিক সাফল্যে নগদ পুরস্কারের স্বীকৃতি, ফুটবল দল...

নারী ফুটবল ও হকি দলের আন্তর্জাতিক সাফল্যে নগদ পুরস্কারের স্বীকৃতি, ফুটবল দল পাচ্ছে ৫০ লাখ বুধবার এনএসসিতে

মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা বিতরণ করা হবে ৩১ জনের মধ্যে, ২৩ খেলোয়াড়সহ কোচিং ও সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নারী জাতীয় ফুটবল ও হকি দলকে আনুষ্ঠানিকভাবে নগদ পুরস্কারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি সভাকক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলকে ঘোষিত ৫০ লাখ টাকা হস্তান্তর করা হবে। পুরস্কার প্রদান করবেন এনএসসি নির্বাহী পরিচালক।

মিয়ানমারে ২৯ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূল পর্বে ওঠে। এ ঐতিহাসিক অর্জনের পর ৭ জুলাই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শোয়াইব ভূইয়ান ৫০ লাখ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছিলেন। প্রায় সাড়ে তিন মাস পর সেটি হস্তান্তর হচ্ছে।

এ অর্থ ৩১ জনের মধ্যে বণ্টন করা হবে। এর মধ্যে আছেন দলের ২৩ খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফেরা। ঠিক আগে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে দেশে ফেরা খেলোয়াড়রাই বুধবার পুরস্কার গ্রহণ করবেন।

মঙ্গলবার এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি চিঠিতে অনুষ্ঠানে বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদক, আরও পাঁচজন কর্মকর্তা, বাছাইপর্বের পুরো স্কোয়াড এবং সাপোর্ট স্টাফদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

নারী হকি দলের আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতিতেও নগদ পুরস্কার অনুমোদিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে হকি দলের পুরস্কার বিতরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

RELATED NEWS

Latest News