Wednesday, October 29, 2025
Homeজাতীয়বিমান বাহিনীর আয়োজনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

বিমান বাহিনীর আয়োজনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, মানুষ প্রক্রিয়া ও প্রযুক্তির সমন্বয়ে সাইবার সুরক্ষার ওপর গুরুত্বারোপ

বাংলাদেশ বিমান বাহিনীর আয়োজনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান অপারেশন্স এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মাসব্যাপী সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই অভিযানে শুধু বিমান বাহিনীর সদস্যরাই নয়, তাঁদের পরিবার এবং বৃহত্তর সম্প্রদায়ও সাইবার সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় সম্পৃক্ত হয়েছেন। তাঁর ভাষায়, “সাইবার নিরাপত্তা তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে মানুষ, প্রক্রিয়া ও প্রযুক্তি, যেখানে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যতই উন্নত হোক, ব্যবহারকারীদের সচেতনতা ও সতর্কতা ছাড়া নিরাপত্তা নিশ্চিত হয় না। প্রতিটি ক্লিক এবং প্রতিটি সিদ্ধান্ত আমাদের নিরাপত্তা নির্ধারণ করে।”

পুরো মাসজুড়ে কর্মকর্তারা, এয়ারম্যান এবং তাঁদের পরিবারের জন্য বিশেষ ব্রিফিং, শিক্ষামূলক পোস্টার, বুকলেট এবং ইন্টারঅ্যাকটিভ সেশন আয়োজন করা হয়। কর্মসূচির একটি বড় অর্জন হলো দেশব্যাপী সব শাহীন স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ১৭ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে নিরাপদ ডিজিটাল চর্চার বার্তা পৌঁছে দেওয়া।

বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে বিমান বাহিনী একটি সাইবার ডিফেন্স রোডম্যাপ প্রণয়ন করেছে, যা নিরাপদ স্মার্ট ও সার্বভৌম সাইবারস্পেস গড়ার জাতীয় কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রোডম্যাপে সরকারি সংস্থা, একাডেমিয়া ও শিল্পখাতের সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে দেশের সাইবার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়।

টেকসই প্রভাব নিশ্চিত করতে সাইবার সচেতনতা বিমান বাহিনীর প্রশিক্ষণ কাঠামোর প্রতিটি স্তরে একীভূত করা হচ্ছে, যাতে সকল সদস্য পরিবর্তিত ডিজিটাল হুমকির বিষয়ে সদা সতর্ক থাকতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এস এম শামীম রেজা। তিনি “ভ্রান্ত তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য এবং ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব” শীর্ষক বক্তৃতায় দায়িত্বশীল ডিজিটাল আচরণ ও সমালোচনামূলক চিন্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

RELATED NEWS

Latest News