ঢাকায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (এসএউ) রোববার এক দিনব্যাপী ভোক্তা অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের প্রায় একশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় কনশাস কনজিউমার্স সোসাইটি (CCS) ও এর যুব শাখা কনজিউমার ইয়ুথ বাংলাদেশ (CYB) কর্তৃক।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা কর্মশালায় দুটি সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ২০০৯ সালের ভোক্তা অধিকার সুরক্ষা আইন নিয়ে আলোচনা করা হয়। ডিরেক্টরেট অব ন্যাশনাল কনজিউমার রাইটস প্রটেকশন (ডিএনসিআরপি), ঢাকা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান শিক্ষার্থীদের আইন সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
দ্বিতীয় সেশনে মাল্টিমিডিয়া ও ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের সুযোগ নিয়ে আলোচনা করেন CCS এর নির্বাহী পরিচালক ও দৈনিক কালের কলবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।
CYB SAU চ্যাপ্টারের সভাপতি কাজী নাফিজ সোদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক মো. বেলাল হোসেন, ট্রেজারার মো. আবুল বাশার, এবং ছাত্র পরামর্শ ও গাইডেন্স বিভাগের পরিচালক অধ্যাপক মো. আসাবুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CYB SAU চ্যাপ্টারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম, উপদেষ্টা আবদুর রহমান রাফি, CYB কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মুন্না।
উপাচার্য অধ্যাপক মো. আবদুল লতিফ বক্তৃতায় খাদ্য দূষণ ও অনৈতিক ভোক্তা প্র্যাকটিসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে বলেন, “আমরা আমাদের খাদ্যে ক্ষতিকর পদার্থ মিশাচ্ছি। কৃত্রিম রঙ ও ফ্লেভার এনহ্যান্সার যেমন টেস্টিং সল্ট ক্যান্সার জনিত। এগুলি ব্যবহার থেকে বিরত থাকা ও ভোক্তাদের বিভ্রান্তি এড়ানো আমাদের দায়িত্ব। CYB SAU কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভোক্তা হিসেবে অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করবে।”
প্রো-উপাচার্য অধ্যাপক মো. বেলাল হোসেন CCS ও CYB এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, “তাদের উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে ক্যারিয়ারভিত্তিক কর্মসূচি এসএউ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে।”
কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
২০২৪ সালে প্রতিষ্ঠিত CYB SAU চ্যাপ্টার শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার, খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ক্যাম্পেইনের মাধ্যমে কাজ করে আসছে।
