Monday, October 27, 2025
Homeখেলাধুলাক্রিকেটআবু হায়দার রনির সেঞ্চুরিতে ময়মনসিংহের দাপট, এনসিএলে চাপে সিলেট

আবু হায়দার রনির সেঞ্চুরিতে ময়মনসিংহের দাপট, এনসিএলে চাপে সিলেট

রকিবুল হাসানের পাঁচ উইকেটে বড় বিপর্যয়ে সিলেট বিভাগ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় দিনে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ময়মনসিংহ বিভাগ। বাঁহাতি পেসার আবু হায়দার রনি খেলেন তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, যা দলকে এনে দেয় শক্তিশালী অবস্থান।

প্রথম দিনে ২৬৮ রানে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শুরু করে ময়মনসিংহ। আগের দিনের সেঞ্চুরিয়ান আরিফুল ইসলামের পর রনি ব্যাট হাতে আগ্রাসী ইনিংস খেলেন। মাত্র ১০৫ বলে ১০ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১০৭ রান করেন তিনি। সোহিদুল ইসলামের সঙ্গে অষ্টম উইকেটে ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ৪০১ রানে অলআউট করতে সহায়তা করেন।

সিলেটের হয়ে খালেদ আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব তিনটি করে উইকেট নেন।

এর জবাবে ব্যাট হাতে ভালো সূচনা করেছিল সিলেট। ওপেনার জাকির হাসান (৩৮) ও সাইকাত আলী (৫৩ রিটায়ার্ড হার্ট) মিলে ৭৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। কিন্তু এরপরই ম্যাচের চিত্র বদলে দেন ময়মনসিংহের বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তার ঘূর্ণিতে ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং অর্ডার। ৬৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে রকিবুল সম্পন্ন করেন প্রথম শ্রেণির ক্রিকেটে তার তৃতীয় পাঁচ উইকেট।

দিন শেষে সিলেটের সংগ্রহ ১৯৮ রান ৫ উইকেটে। এখনো তারা ২০৩ রানে পিছিয়ে। অপরাজিত আছেন তৌফায়েল আহমেদ (১১) ও রেজাউর রাজা রহমান (১৪)।

তৃতীয় দিনে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে চাইবে ময়মনসিংহ বিভাগ, বিশেষ করে রকিবুলের ঘূর্ণিতে সিলেটের ব্যাটিংকে দ্রুত সমাপ্ত করার লক্ষ্যে।

RELATED NEWS

Latest News