Sunday, October 26, 2025
Homeআন্তর্জাতিকমণিপুরে আগুন নেভাতে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দমকল বাহিনীর সহায়তা

মণিপুরে আগুন নেভাতে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দমকল বাহিনীর সহায়তা

তেংনৌপাল জেলায় আগুনে পুড়ল কমপক্ষে ১০টি ঘর, হতাহতের খবর নেই

সীমান্ত পার হয়ে মিয়ানমারের দমকল বাহিনী শনিবার মণিপুরের তেংনৌপাল জেলায় আগুন নেভাতে অংশ নেয়, যা কমপক্ষে ১০টি ঘর পুড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার সকাল প্রায় ১১টার দিকে মোরে শহরের ৫নং ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মিয়ানমারের একদল দমকলকর্মী সীমান্ত অতিক্রম করে এসে মণিপুরের সহকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন।

এক পুলিশ কর্মকর্তা বলেন, “আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল এবং আমাদের দমকলকর্মীরা একা নিয়ন্ত্রণে আনতে পারছিল না। মিয়ানমারের দমকল দল সময়মতো না এলে ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারত।”

পুলিশ, মণিপুর ফায়ার সার্ভিস, কমান্ডো ও আসাম রাইফেলসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ করেন। সব ঘরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

মোরে শহর উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র, যেখান দিয়ে স্থলপথে বিদেশি পণ্য আমদানি হয়। তবে ২০২০ সালের ৯ মার্চ কোভিড মহামারির পর থেকে ইন্দো-মিয়ানমার ফ্রেন্ডশিপ গেট বন্ধ ছিল।

পরবর্তীতে মণিপুর ও মিয়ানমারে অস্থিরতার কারণে এই বন্ধ অবস্থা দীর্ঘায়িত হয়। সম্প্রতি অবৈধ মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রমের সময় সীমান্ত গেটটি অস্থায়ীভাবে পুনরায় খোলা হয়।

RELATED NEWS

Latest News