সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে চ্যাম্পিয়ন সিলেট বিভাগের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে ময়মনসিংহ বিভাগ। প্রথম দিন শেষে ৮০ ওভারে তাদের সংগ্রহ ২৬৮ রান ৭ উইকেটে।
ইনিংসের মূল ভরসা ছিলেন অরিফুল ইসলাম। টপ অর্ডারের ধস সামলে ২০৮ বল খেলে ১০১ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। তার ব্যাটেই দলটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়।
অরিফুলকে সঙ্গ দেন আবদুল মাজিদ, যিনি ১৩৯ বল খেলে ৬৫ রানের মূল্যবান ইনিংস খেলেন। দু’জন মিলে চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে ময়মনসিংহকে বিপদমুক্ত করেন।
এর আগে ইনিংসের শুরুতে সিলেটের বোলাররা ময়মনসিংহের টপ অর্ডার ভেঙে দেন। দলীয় স্কোর তখন মাত্র ২১ রানে ৩ উইকেট হারায়।
সিলেটের পেসার সৈয়দ খালেদ আহমেদ বল হাতে ছিলেন সবচেয়ে কার্যকর। ৪৮ রানে ৩ উইকেট নিয়ে তিনি প্রথম সেশনে ময়মনসিংহকে চাপে রাখেন।
দিনের শেষে আবু হায়দার রনি (১৬*) ও শহিদুল ইসলাম (১০*) অপরাজিত আছেন। হাতে এখনও ৩ উইকেট, ময়মনসিংহের লক্ষ্য দ্বিতীয় দিনে ৩০০ রানের ঘর পেরোনো।
