Sunday, October 26, 2025
Homeবিনোদনভারতীয় অভিনেতা সতিশ শাহ আর নেই

ভারতীয় অভিনেতা সতিশ শাহ আর নেই

‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ ও ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত এই জনপ্রিয় অভিনেতা ৭৪ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

বলিউডের প্রখ্যাত অভিনেতা ও কৌতুক শিল্পী সতিশ শাহ আর নেই। শনিবার মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন সতিশ শাহ এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আশোক পণ্ডিত।

প্রায় পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে সতিশ শাহ ২৫০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।

মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই), পুনেতে ভর্তি হন। সেখানে তার সহপাঠী ছিলেন বিখ্যাত পরিচালক কুন্দন শাহ, যিনি পরে তার অভিনয় জীবনের অন্যতম গুরুশিক্ষক হয়ে ওঠেন।

১৯৭৬ সালে কুন্দন শাহের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বঙ্গা-তে সতিশের প্রথম অভিনয় অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৮৩ সালের কাল্ট ক্লাসিক জানে ভি দো ইয়ারো চলচ্চিত্রে তার কৌতুকপূর্ণ অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।

তবে ১৯৮৪ সালে প্রচারিত টিভি ধারাবাহিক ইয়ে জো হ্যায় জিন্দেগি তাকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। এই ধারাবাহিকে তিনি ৫৫টি ভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন—যা ভারতীয় টেলিভিশনের ইতিহাসে বিরল এক রেকর্ড।

পরবর্তীতে ওয়াগলে কি দুনিয়া এবং সারাভাই ভার্সেস সারাভাই (২০০৪) ধারাবাহিকগুলোতেও তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে জানে ভি দো ইয়ারো, শক্তি, অর্ধ সত্য, হাম আপকে হ্যায় কৌন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, হাম সাথ সাথ হ্যায়, কাহো না পেয়ার হ্যায়, কাল হো না হো, ম্যায় হুঁ না, ওম শান্তি ওম, এবং রা.ওয়ান

সতিশ শাহ ২০১৫ সালে এফটিআইআই-এর গভর্নিং কাউন্সিলের সদস্য নিযুক্ত হন, যা ভারতীয় সিনেমায় তার আজীবন অবদানের স্বীকৃতি।

তিনি স্ত্রী মধু শাহকে রেখে গেছেন। ২০২০ সালে কোভিডে আক্রান্ত হলেও তিনি তখন সুস্থ হয়ে উঠেছিলেন।

হাসি, উষ্ণতা ও অসাধারণ অভিনয়ের উত্তরাধিকার রেখে গেলেন সতিশ শাহ—ভারতীয় বিনোদন জগতের এক অনন্য অধ্যায়ের সমাপ্তি ঘটল তার প্রয়াণে।

RELATED NEWS

Latest News