খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের ম্যাচের প্রথম দিনে স্বাগতিক খুলনা বিভাগ ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১২ রান তোলে বরিশাল বিভাগের বিপক্ষে।
খুলনার ইনিংসের শুরুটা হয় সতর্কভাবে। আনামুল হক বিজয় ৩০ (৪৪) ও সৌম্য সরকার ৩৭ (৬২) রানের জুটি গড়ে দলকে ভালো ভিত্তি দেন। এরপর মাঝের সারিতে ইমরানুজ্জামান ৪৩ (৭৮) ও জিয়াউর রহমান ৬৯ (৯১) রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
দিনের শেষ সেশনে শেখ পায়েভিজ জিবন অপরাজিত ৭২ (৯১) রানে দলকে স্থিতিশীল রাখেন। তার সঙ্গে ছিলেন সফর আলী ৬ (১৬) রানে অপরাজিত।
বল হাতে বরিশালের রুয়েল মিয়া ও মইন খান সমান ৩টি করে উইকেট নিয়ে খেলার লাগাম টেনে ধরেন।
দিনের একটি দুশ্চিন্তার মুহূর্ত আসে যখন বরিশালের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি তীব্র গরমে হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসকরা দ্রুত তাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়েনি।
প্রথম দিনের শেষে খুলনা শক্ত অবস্থানে রয়েছে, দ্বিতীয় দিনে তারা বড় সংগ্রহের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। বরিশাল চায় দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি করতে।
