মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এশিয়া সফরে যাওয়ার পথে ট্রাম্পের বিমানের জ্বালানি ভরার সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে, যেখানে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক সদর দফতর ও হাজারো মার্কিন সেনা অবস্থান করছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, কাতারের দুই শীর্ষ নেতাই দিন শেষে এয়ার ফোর্স ওয়ানে উঠে বৈঠকে যোগ দেবেন।
জানুয়ারিতে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্পের প্রথম এশিয়া সফর, যেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন আঞ্চলিক নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন।
অঘোষিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও উপস্থিত থাকবেন। তিনি সম্প্রতি ইসরায়েল সফর শেষে গাজা যুদ্ধবিরতি রক্ষা করতে ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয় করছেন।
গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, মিশর ও তুরস্কের সঙ্গে মিলে নাজুক এই শান্তিচুক্তির অন্যতম গ্যারান্টর।
এর আগে সপ্তাহজুড়ে কাতারের আমির শেখ তামিম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে গাজায় সম্ভাব্য নিরাপত্তা বাহিনী গঠন এবং হামাসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদও যুদ্ধ শুরুর পর থেকেই আলোচনার অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছেন।


