ঢাকা জেলা প্রশাসন আয়োজিত প্রথম জেলা প্রশাসন কাবাডি প্রতিযোগিতা ২০২৫-এ সাভার উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার পুরান ঢাকার জনসন রোডে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে সাভার ৫৬-১৪ ব্যবধানে ধামরাই উপজেলা দলকে পরাজিত করে শিরোপা জেতে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ। টুর্নামেন্টে অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার সেরা স্থানীয় খেলোয়াড়রা।
ধামরাইয়ের সুসংগঠিত ও শক্তিশালী দলটি সাভারের গতিময়তা, কৌশলগত দক্ষতা ও টিমওয়ার্কের কাছে হার মানে। সাভারের এই জয় তাদের দীর্ঘ প্রস্তুতি ও সমন্বয়ের ফল বলে মনে করেন আয়োজকরা।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ, ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান বাবু এবং ক্রীড়া সংগঠক ইউসুফ আলী।
জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, “এই ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখবে। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদক ও সামাজিক অশৃঙ্খলা থেকে দূরে রাখা সম্ভব।”
গত ১৮ অক্টোবর শুরু হওয়া ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা শেষে পাঁচটি উপজেলা দল ফাইনাল পর্বে জায়গা করে নেয়। শনিবারের ফাইনাল ম্যাচে সাভার উপজেলা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে প্রথমবারের মতো শিরোপা জয় করে।
