Saturday, October 25, 2025
Homeআন্তর্জাতিকতুরস্কের মুগলায় অভিবাসীবাহী নৌকাডুবি, কমপক্ষে ১৪ জনের মৃত্যু

তুরস্কের মুগলায় অভিবাসীবাহী নৌকাডুবি, কমপক্ষে ১৪ জনের মৃত্যু

রাবারের নৌকা ডুবে ১৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের তৎপরতা

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গভর্নর কার্যালয় নিশ্চিত করেছে।

গভর্নর অফিস জানায়, একজন আফগান নাগরিক সাঁতরে তীরে পৌঁছে দুর্ঘটনার খবর দেন। তিনি জানান, মোট ১৮ জন যাত্রী নৌকায় ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই নৌকাটি পানিতে ডুবে যায়।

কোস্টগার্ডের তল্লাশিতে সেলেবি দ্বীপের কাছে দ্বিতীয় এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়। পাশাপাশি সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজদের সন্ধানে চারটি কোস্টগার্ড বোট, একটি বিশেষ ডাইভিং দল এবং একটি হেলিকপ্টার অভিযান চালাচ্ছে।

এজিয়ান সাগর অভিবাসীদের জন্য ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান রুট। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের হাজারো মানুষ তুরস্ক হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে থাকে। তুরস্কে বর্তমানে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের লাখো শরণার্থী অবস্থান করছে।

তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসী আটক করা হয়েছিল, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়া থেকে এসেছিলেন।

চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত দেশটিতে ১ লাখ ২২ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী আটক হয়েছে বলে জানানো হয়েছে।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • তুরস্ক

RELATED NEWS

Latest News