Friday, October 24, 2025
Homeরাজনীতিফরিদপুরে বিএনপির প্রদর্শনী, প্রাক্তন এমপি এ কে আজাদ গ্রেপ্তারের দাবি

ফরিদপুরে বিএনপির প্রদর্শনী, প্রাক্তন এমপি এ কে আজাদ গ্রেপ্তারের দাবি

জাতীয় নির্বাচনের আগে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীরা আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে আজাদকে আটক করার দাবি জানান

ফরিদপুরে বৃহস্পতিবার বিএনপি নেতা ও কর্মীরা প্রাক্তন স্বাধীন এমপি এ কে আজাদকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মশাল মিছিল ও সমাবেশ করেছেন। এ কে আজাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

বিএনপি নেতারা হেলিপোর্ট বাজার এলাকা থেকে মশাল মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল Mohim Institution-এর সামনে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর শহর বিএনপি ইউনিটের কো-অর্ডিনেটর এ এফ এম কাইয়ুম জংজি, মেম্বার সেক্রেটারি গোলাম মোস্তফা মিরাজ, ওয়ার্ড-৬ ইউনিট সভাপতি এম এম জামান সেন্তু, ওয়ার্ড-৭ ইউনিট সভাপতি আতিকুর রহমান আতিক, ওয়ার্ড-৮ ইউনিট সভাপতি হরু খা, ওয়ার্ড-৯ ইউনিট সভাপতি আবুল কালাম বিল্টু বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ‘ডামি এমপি’ আজাদ ফরিদপুরে দল পুনর্গঠন করছেন এবং গোপন বৈঠক করছেন। তারা দাবি করেছেন, এই কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় নির্বাচনের সময় অব্যবস্থা সৃষ্টি করার ষড়যন্ত্র করা হচ্ছে।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনার সহযোগীরা খোলা মুখে কার্যক্রম চালাচ্ছে, তবু প্রশাসন এখনও কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে, ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নেও বিএনপি নেতাকর্মীরা সমান দাবিতে মশাল মিছিল ও প্রদর্শনী আয়োজন করেছেন।

RELATED NEWS

Latest News